আমন মৌসুম
৩০ টাকায় ধান ও ৪৪ টাকায় চাল কিনবে সরকার
মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১১:৪৫ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১১:৪৬
চলতি বছরের আমন ধান ও চালের দাম ও সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘এ বছর দুই লাখ মেট্রিক টন আমন ধান, চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।’
রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এ বছর আমন ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্যও ঠিক করা হয়েছে। এবার আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারি গুদামে খাদ্য শষ্য মজুতের পরিমাণ ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। এ ছাড়াও প্রায় সাড়ে ৪ লাখ গম সরবারাহ লাইনে আছে। এগুলো দেশে আসলে মজুতের পরিমাণ আরো বাড়বে।’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আপদকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং চালের দাম গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা আমাদের লক্ষ্য।’
তিনি আরো বলেন, ‘মরা কার্তিকেও বিদেশ থেকে চাল আমদানি করতে হয়নি বাজারও নিন্মমুখী। বাজারে অন্য পণ্যের দাম কিছুটা বাড়লেও চালের দাম বাড়েনি।’
এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।