- বাংলাদেশ
- পিপিই ও সার্জিক্যাল মাস্কে ভ্যাট অব্যাহতি
পিপিই ও সার্জিক্যাল মাস্কে ভ্যাট অব্যাহতি

পিপিই ও সার্জিক্যাল মাস্কের ওপর ভ্যাট অব্যাহতি ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সুরকা সামগ্রী পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপেমন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্কের ওপর উদপাদন, ব্যবসায়ী ও সরবরাহ- সব পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজ কর বা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশ জারি করে এই সুবিধা দেয়। এনবিআর বলছে, এর ফলে ওইসব সুরক্ষা সামগ্রী তৈরিতে খরচ কমবে এবং সহজ লভ্য হবে।
এ অব্যাহতি ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে এনবিআরের ঘোষণায় বলা হয়।
মন্তব্য করুন