- বাংলাদেশ
- আরও ২৮০ রোহিঙ্গা ভাসানচরে
আরও ২৮০ রোহিঙ্গা ভাসানচরে

ভাসানচর -ফাইল ছবি
আরও ২৮০ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বুধবার গভীর রাতে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করে বাংলাদেশী নৌ নিরপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা। পরে বৃহস্পতিবার তাদের ভাসান চরে পাঠানো হয়। তাদের বহন করা নৌযান সন্ধ্যার পর ভাসানচরে পৌছে।
এর আগে সমুদ্র পথে ভাসমান রোহিঙ্গাদের একটি নৌকা আটকের পর গত ২ মে প্রথমবারের মত ভাসানচরে পাঠানো হয়। এই দলে ২৯ জনই ছিল ভাসানচরে প্রথম রোহিঙ্গা। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সমকালকে জানিয়েছিলেন, আটক রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজারে নতুন করে রোহিঙ্গাদের রাখার মত অবস্থা নেই। সে সময় অন্য একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কভিড-১৯ সংক্রমণ ঝুঁকি এড়াতেই সমুদ্রে আটক রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন