সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৯৯ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরও বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজধানীর ঢাকার ছয়জন, ঢাকা বিভাগের তিনজন এবং চট্টগ্রাম বিভাগের চারজন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে।