- বাংলাদেশ
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প: শ্রমিকদের ওপর গুলিতে ‘মর্মাহত’ চীনা ঠিকাদার
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প: শ্রমিকদের ওপর গুলিতে ‘মর্মাহত’ চীনা ঠিকাদার

ফাইল ছবি
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) শ্রমিকদের ওপর গুলির ঘটনায় ‘মর্মাহত’। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শ্রমিক বিক্ষোভের বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে।
গত বুধবার রাতের মাওয়া ক্যাম্পে বিক্ষোভ করেন পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের শ্রমিকরা। তাদের অভিযোগ ক্যাম্পে থাকাবস্থায় দৈনিক ৩০০ টাকা ওভারটাইম দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দেওয়া হয় ১৫০ টাকা করে। বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ করলে শ্রমিকদের ওপর গুলি করা হয়। পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন।
এ ঘটনার ব্যাখ্যায় বৃহস্পতিবার সিআরইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে প্রতিকূল সময়েও পদ্ম সেতু রেল-সংযোগ প্রকল্পের কাজ অব্যাহত রাখতে প্রকল্পের চার হাজার ৭৪২ জন স্থানীয় শ্রমিককে সুরক্ষার জন্য পাশ্বর্বতী গ্রামগুলো থেকে বিচ্ছিন্ন করে ৮৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের থাকা-খাওয়ার ব্যয় বহন করছে সিআরইসি। যেসব শ্রমিক নিজ থেকেই এ আশ্রয়কেন্দ্রে থাকতে চান তাদের জন্য অতিরিক্ত মজুরিও বরাদ্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুর দিকে অনিচ্ছা প্রকাশ করলেও, পরবর্তীতে শ্রমিকদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে চলে আসেন। দুর্ভাগ্যক্রমে, গত বুধবার আনুমানিক রাত ৯টার দিকে মাওয়া আশ্রয়কেন্দ্রে শ্রমিকদের একটি দল জড়ো হয়ে অভিযোগ করে, বরাদ্দকৃত অস্থায়ী মজুরি যথেষ্ট নয়। এ আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০০ শ্রমিক ছিলেন। তাদের নেতৃত্বে ছিলেন অসন্তুষ্ট কিছু শ্রমিক। যারা আইসোলেশনের নিয়ম ভঙ্গ করে পাশের গ্রামে নিজদের বাড়িতে যাওয়ার কারণে আশ্রয়কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ ছিলেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশী নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। ছত্রভঙ্গ করতে একজন নিরাপত্তাকর্মী শটগান দিয়ে ফাঁকা গুলি চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুর্ভাগ্যজনকভাবে আটজন শ্রমিক আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনায় সিআরইসি অত্যন্ত মর্মাহত।
বাকি ৮৫টি ক্যাম্পেও স্বাভাবিক অবস্থা বিরাজ করছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় আইন ও বিধি মেনে চলার ব্যাপারে বদ্ধপরিকর সিআরইসি। তারা স্থানীয় সমাজের প্রতিও অঙ্গীকারবদ্ধ। এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন