ঈদুল ফিতরের অগেই দেশের সব মসজিদ এবং আরও সাত হাজার কওমি মাদরাসায় অর্থ দিয়ে সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুত করতে বলেছি। আমি ঈদ উপলক্ষে সমস্ত মসজিদে কিছু আর্থিক সহায়তা দেব।’ 

বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫০ লাখ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার ২৫০ কোটি টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির

শেখ হাসিনা বলেন, মসজিদ কমিটিগুলো এবং বিত্তবানরা এখন রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সহায়তা করছেন, তারপরও এই কঠিন সময়ে তাদের সহায়তা করা সরকারের দায়িত্ব।

দেশের প্রায় সাত হাজার কওমি মাদরাসায় ইতিমধ্যে অর্থ সহায়তা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদের আগেই দ্বিতীয় পর্যায়ে আরও সাত হাজার কওমি মাদরাসায় আমরা অর্থ সহায়তা করব।’

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিসেবার দ্বারা সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রদানের পাশাপাশি মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্বলিত বোতাম টিপে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।