মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হেলিকপ্টার চলাচলে চারটি নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে। 

এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান সমকালকে বলেন, 'হেলিকপ্টারের মাধ্যমে যাতে করোনার ঝুঁকি না বাড়ে, সেজন্য সুরক্ষা নিশ্চিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রতিবার উড্ডয়নের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) স্বাস্থ্যবিধি অনুযায়ী হেলিকপ্টার জীবাণুমুক্ত করা, হেলিকপ্টারে পাইলটের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, রোগী বহনের ক্ষেত্রে সঙ্গে অন্তত একজন মেডিকেল ক্রু রাখা, মেডিক্যার ক্রু ও ফ্লাইট ক্রুর যতটুকু সম্ভব শারীরিক দূরত্ব নিশ্চিত করা। এছাড়া ফ্লাইট ক্রুর সব ধরনের পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) পরিধানসহ মহামারিতে আক্রান্ত (কোভিড-১৯) রোগী বহনের ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।' 

বেবিচক সূত্র জানায়, হেলিকপ্টার যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে দেওয়া এ নির্দেশনায় বিমান চলাচলের চেক-ইন, ইনফ্লাইট সার্ভিস, ত্রুদের নিরাপত্তা, এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে নির্দেশনা, ক্রুদের কোয়ারেন্টিন ম্যানেজমেন্ট,এয়ারক্রাফট মেইনটেনেন্স, কেবিন এয়ার ফিল্টারেশন, অক্সিজেন মাস্ক সংক্রান্ত নির্দেশনা, ফ্লাইটে সন্দেহজনক রোগী পেলে করণীয় সম্পর্কেও বলা হয়েছে।  

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, 'দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৭টি আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বৃহস্পতিবার আবারও বাড়িয়ে তা আগামী ৩০ মে পর্যন্ত করা হয়। এর আগে কয়েকদফা এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছিল। বুধবার সরকার সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানোর পর বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়।'