
ত্রাণের পর কৃষকের হাতে বীজ তুলে দেন অদম্য তরুণ-২০০৫ এর সদস্যরা -সমকাল
কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী- ৫৪ অদম্য তরুণ ওরা। করোনার থাবায় কর্মহীন হয়ে পড়া এলাকার গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ত্রাণ উপহার। এখন পর্যন্ত এক হাজার আট পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারা। এবার তারা ত্রাণের পাশাপাশি ১৭ ধরনের কৃষি বীজ নিয়ে যাচ্ছেন কৃষকদের কাছে। করোনা পরবর্তী খাদ্য ও শাকসবজির সংকট মেটাতে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরসরাই উপজেলার এই তরুণদের সংগঠন অদম্য-২০০৫।
করোনার প্রথম থেকেই ত্রাণ বিতরণ করে আসছে এই সংগঠনটি। গত ৪ মে থেকে কৃষি বীজ বিতরণ শুরু করেছে তারা।
অদম্য তরুণ-২০০৫ এর সভাপতি এনামুল হক বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে আমরা তরুণরা কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছি। ইছাখালী, কাটাছড়া ও মিঠানালা তিনটি ইউনিয়নের অসহায় মানুষদের খাদ্য উপহার দেওয়ার পাশাপাশি এবার কৃষি বীজ উপহার দিতে শুরু করেছি। কারণ নিজেদের চাহিদার খাদ্য ও সবজি উৎপাদন করলেই দেশে যে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে, তার অনেকটাই মোকাবিলা করা যাবে।
এ প্রসঙ্গে স্থানীয় কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, অদম্য তরুণরা সত্যিই মানবতার কল্যাণে ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন। করোনা সংকটকালে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সর্তকবার্তার পর সরকারের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে তারা। এটি প্রশংসনীয় উদ্যোগ। আমি সবসময় তাদের পাশে আছি।
করোনাভাইরাস হানা দেওয়ার পর এই তরুণরা মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী, ৭ নম্বর কাটাছড়া ও ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের এক হাজার আটটি অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিয়েছেন প্রায় এক মাসের খাবার। নিজস্ব অর্থায়ন ও কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতায় তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। করোনার পর সরকারের উচ্চ পর্যায়ে থেকে একাধিকবার দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে, এমন সর্তকবার্তা দেওয়ায় তারা এরপর কৃষক ও সংগঠনের সদস্যদের মধ্যে কৃষি বীজ বিতরণের উদ্যোগ নেন।
তরুণরা কৃষি বীজের মধ্যে গোল বেগুন, লম্বা বেগুন, লাউ, কাঁকরোল, শসা, ঝিঙা, চালকুমড়ো, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়ো, জালি কুমড়ো, পুঁইশাক, পালংশাক, লালশাক, ঢেঁড়স, পাটশাক ও ধুন্দল বীজ উপহার দিচ্ছেন। ১৭ ধরনের বীজ থেকে প্রত্যেককে পাঁচশ' গ্রাম করে চার আইটেমের বীজ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কাটাছড়া, মিঠানালা ও ইছাখালীর বাসিন্দা হাসান আরিফ সবুজ, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, ফিরোজ খান, মোমিনুল ইসলাম, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, রসূল আহম্মদ, নাজমুল হাসান, আবদুল মান্নান, মাসুম উদ্দিন, মেহেদী হাসান, সাব্বির হোসেনসহ ৫৪ জনের হাতে বীজ তুলে দেওয়া হয়েছে।
তরল্ফম্নণদের এই তৎপরতায় উদ্বেল স্থানীয় মুক্তিযোদ্ধা হাজি আবুল বশর বলেন, ওরা খুবই ভালো কাজ করছেন। ওদের কল্যাণে অনেক গরিব মানুষ অনাহারে থাকার কষ্ট থেকে রক্ষা পেয়েছেন। এবার কৃষি কাজে মনোযোগী হয়ে তারা আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
করোনার প্রথম থেকেই ত্রাণ বিতরণ করে আসছে এই সংগঠনটি। গত ৪ মে থেকে কৃষি বীজ বিতরণ শুরু করেছে তারা।
অদম্য তরুণ-২০০৫ এর সভাপতি এনামুল হক বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে আমরা তরুণরা কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছি। ইছাখালী, কাটাছড়া ও মিঠানালা তিনটি ইউনিয়নের অসহায় মানুষদের খাদ্য উপহার দেওয়ার পাশাপাশি এবার কৃষি বীজ উপহার দিতে শুরু করেছি। কারণ নিজেদের চাহিদার খাদ্য ও সবজি উৎপাদন করলেই দেশে যে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে, তার অনেকটাই মোকাবিলা করা যাবে।
এ প্রসঙ্গে স্থানীয় কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, অদম্য তরুণরা সত্যিই মানবতার কল্যাণে ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন। করোনা সংকটকালে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সর্তকবার্তার পর সরকারের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে তারা। এটি প্রশংসনীয় উদ্যোগ। আমি সবসময় তাদের পাশে আছি।
করোনাভাইরাস হানা দেওয়ার পর এই তরুণরা মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী, ৭ নম্বর কাটাছড়া ও ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের এক হাজার আটটি অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিয়েছেন প্রায় এক মাসের খাবার। নিজস্ব অর্থায়ন ও কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতায় তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। করোনার পর সরকারের উচ্চ পর্যায়ে থেকে একাধিকবার দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে, এমন সর্তকবার্তা দেওয়ায় তারা এরপর কৃষক ও সংগঠনের সদস্যদের মধ্যে কৃষি বীজ বিতরণের উদ্যোগ নেন।
তরুণরা কৃষি বীজের মধ্যে গোল বেগুন, লম্বা বেগুন, লাউ, কাঁকরোল, শসা, ঝিঙা, চালকুমড়ো, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়ো, জালি কুমড়ো, পুঁইশাক, পালংশাক, লালশাক, ঢেঁড়স, পাটশাক ও ধুন্দল বীজ উপহার দিচ্ছেন। ১৭ ধরনের বীজ থেকে প্রত্যেককে পাঁচশ' গ্রাম করে চার আইটেমের বীজ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কাটাছড়া, মিঠানালা ও ইছাখালীর বাসিন্দা হাসান আরিফ সবুজ, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, ফিরোজ খান, মোমিনুল ইসলাম, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, রসূল আহম্মদ, নাজমুল হাসান, আবদুল মান্নান, মাসুম উদ্দিন, মেহেদী হাসান, সাব্বির হোসেনসহ ৫৪ জনের হাতে বীজ তুলে দেওয়া হয়েছে।
তরল্ফম্নণদের এই তৎপরতায় উদ্বেল স্থানীয় মুক্তিযোদ্ধা হাজি আবুল বশর বলেন, ওরা খুবই ভালো কাজ করছেন। ওদের কল্যাণে অনেক গরিব মানুষ অনাহারে থাকার কষ্ট থেকে রক্ষা পেয়েছেন। এবার কৃষি কাজে মনোযোগী হয়ে তারা আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
মন্তব্য করুন