পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ির ৫৮৩ মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমের হাতে ৫ হাজার টাকা করে ঈদ উপহার তুলে দিয়েছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনের সংসদ সদস্য ও  তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। 

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা । এ বিষয়টি গভীর মমতা দিয়ে উপলব্ধি করে  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের  সব মসজিদে এ উপহার পাঠিয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংগঠনের নেতাকর্মীরা।   

অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে সুরক্ষা,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য  দোয়া ও মোনাজাত করা হয়।