ঢাকা থেকে ৩টি অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিমানসহ বেসরকারি একাধিক বিমান সংস্থা। আগামী সোমবার স্বাস্থ্য বিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন তিনটি রুটে ২৪টি ফ্লাইট চলবে। তবে এতে ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রুটগুলো হচ্ছে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর।

শনিবার এ ব্যাপারে সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মকর্তারা জানান, এরই মধ্যে সরকারের নির্দেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক) অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করতে বিভিন্ন বিমান সংস্থাকে অনুমতি দিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় ২ মাসের বেশি বন্ধ ছিল অভ্যন্তরীণ রুটে ফ্লাইট। গত ২৫ মার্চ সরকারের নির্দেশে ৩টি অভ্যন্তরীণ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।

এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান সমকালকে বলেন, ঢাকা থেকে চট্রগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ও ইউএস-বাংলার ২৪টি ফ্লাইট প্রতিদিন চলবে। এর মধ্যে চট্টগ্রামে ১১টি, সিলেটে ৪টি এবং সৈয়দপুরে ৯টি ফ্লাইট চলবে।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। স্বাস্থ্যবিধির কারণে প্রতিটি ফ্লাইটে ৫০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। ৪৫ মিনিট পর একটি করে ফ্লাইট ছাড়বে। স্বাস্থ্য পরীক্ষায় যদি কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট থাকে, তাহলে তাকে ফ্লাইটে নেওয়া হবে না।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি, মো. মোকাব্বির হোসেন সমকালকে বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমানে টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়নি। আগের মূল্যেই বিমানের টিকিট পাওয়া যাবে।

সোমবার সকাল ৭টায় ইউএস বাংলা এয়ারলাইন্স প্রথম ফ্লাইট দিয়ে দীর্ঘ আড়াই মাস পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হবে।