- বাংলাদেশ
- মৃত্যু আরও ২২, নতুন শনাক্ত ২৩৮১
মৃত্যু আরও ২২, নতুন শনাক্ত ২৩৮১
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৩৮১ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন। মোট মৃত্যু হলো ৬৭২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫৯৭ জনে।
সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫২টি ল্যাবে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৩৮১ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
মন্তব্য করুন