- বাংলাদেশ
- লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: পাচারকারী চক্রের একজন ঢাকায় গ্রেপ্তার
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: পাচারকারী চক্রের একজন ঢাকায় গ্রেপ্তার

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ঢাকায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে রাজধানীর একটি এলাকা থেকে কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় কামালের পাসপোর্টও জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব এ বিষয়ে বিস্তারিত জানাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লিবিয়ায় এলোপাতাড়ি গুলি চালিয়ে ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করে স্থানীয় একটি মানব পাচারকারী পরিবারের সদস্যরা। বাকি চারজন আফ্রিকারই বিভিন্ন দেশের নাগরিক।
মন্তব্য করুন