পুলিশ বাহিনীতে সোমবার পর্যন্ত ৫ হাজার ১২৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশেই এক হাজার ৬৫৮ জন সদস্য রয়েছেন।

তবে সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৮৭৬ জন সদস্য। এ ছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন সদস্য।

পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার নতুন ৭৫ জন সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আইসোলেশনে রয়েছেন সহস্রাধিক সদস্য। এ ছাড়া প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে মোট ৫ হাজার ১৬২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, পুলিশ প্রধানের নানা উদ্যোগ এবং বাস্তবসম্মত পরিকল্পনার ফলে পুলিশে প্রতিদিনই আক্রান্তের হার কমে আসছে। উল্টো দিকে সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে। যারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন, তাদের বেশির ভাগই কর্মে যোগ দিয়েছেন।