- বাংলাদেশ
- ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আট আসামি ছিনতাই
ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আট আসামি ছিনতাই
এসআইসহ আহত ৯

জামালপুরের বকশীগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারি ও জুয়াড়িরা আট আসামিকে ছিনিয়ে নিয়েছে। ঘটনার সময় ডিবির এসআইসহ নয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
জামালপুরের গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের বাগাডুবা গ্রামের মনজু মিয়ার বাড়িতে নিয়মিত মাদক ও জুয়ার আসর চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জামালপুর গোয়েন্দা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। পুলিশ এ সময় মাদক কারবারি, জুয়াড়িসহ আটজনকে আটক করে। এ সময় ক্ষুব্ধ জুয়াড়ি আবুল কালাম ও তার ছেলে সাজু মিয়ার নেতৃত্বে মাদক কারবারি ও জুয়াড়িরা গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় একজন এসআই, এএসআইসহ গোয়েন্দা পুলিশের নয় সদস্য আহত হন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডিবির এসআই জিকরুল বাদী হয়ে বকশীগঞ্জ থানায় পুলিশের ওপর হামলা ও জুয়া আইনে পৃথক মামলা করেছেন।
জামালপুরের গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের বাগাডুবা গ্রামের মনজু মিয়ার বাড়িতে নিয়মিত মাদক ও জুয়ার আসর চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জামালপুর গোয়েন্দা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। পুলিশ এ সময় মাদক কারবারি, জুয়াড়িসহ আটজনকে আটক করে। এ সময় ক্ষুব্ধ জুয়াড়ি আবুল কালাম ও তার ছেলে সাজু মিয়ার নেতৃত্বে মাদক কারবারি ও জুয়াড়িরা গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় একজন এসআই, এএসআইসহ গোয়েন্দা পুলিশের নয় সদস্য আহত হন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডিবির এসআই জিকরুল বাদী হয়ে বকশীগঞ্জ থানায় পুলিশের ওপর হামলা ও জুয়া আইনে পৃথক মামলা করেছেন।
মন্তব্য করুন