কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাসা ভাড়া সংকট নিরসন প্রশ্নে শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি ড. মীজানুর রহমান। বিতর্কিত মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেকে সমালোচনা করছেন। তবে ড. মীজানুর রহমান বলেছেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে বিতর্ক সৃষ্টি করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়ার সমস্যা সমাধান ও শিক্ষার্থীদের ‘সম্পূরক শিক্ষাবৃত্তির দাবি’ বিষয়ে বুধবার রাতে মোবাইলে এক সংবাদকর্মী জানতে চাইলে ভিসি ড. মীজানুর রহমান বলেন, 'আমি মনে হয় সব থেকে গরীবের বাচ্চাদের নিয়ে এসে ভর্তি করেছি। তোমরা এতো মিসকিন, নিজেদের আত্মমর্যাদা পর্যন্ত নেই।  আমি কি বিজ্ঞাপন দিয়েছিলাম যে, দরিদ্রদের ভর্তি করা হয়। এটা কি দরিদ্রদের এতিমখানা, মাদ্রাসা? তোমাদের বিয়ে হবে না। বিয়ে করতে গেলে বলবে, গরীবের বাচ্চা সব তোমরা।'

শিক্ষার্থীদের নিয়ে ভিসি ড. মীজানুর রহমানের এমন মন্তব্যের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে সমালোচনাও করছেন।

তবে এ কল রেকর্ডের বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ড. মীজানুর রহমান সমকালকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কথা নিয়ে যেভাবে আলোচনা করা হচ্ছে, আসলে তিনি কথাগুলো ওভাবে বলেননি। কথাগুলোর আগে পরের অংশ তুলে না ধরে, খণ্ডিত অংশ তুলে ধরে বিতর্ক সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, করোনা সংকটে আপাতত আমাদের বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে একটি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব সর্বত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ নিজেদের খরচ নিজেরা উপার্জন করে চালায়। করোনার কারণে সেটি বন্ধ। এসব শিক্ষার্থীরা তাদের মেস ভাড়া থেকে অনেক কিছুই পরিশোধ করতে পারছে না। তারা শিক্ষাজীবন অসমাপ্ত রেখে যেন ঝরে না পরে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী সহযোগিতা করব।