- বাংলাদেশ
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি
ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাজনিত মারাত্মক নিউমোনিয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে আসছে। তাকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত এন্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপী দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সবর্শেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ বার্তা দেন চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফি।
বার্তায় তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।’
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন