আইনি উদ্যোগ এবং সচেতনতার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) বিশ্বের ৩টি বেসরকারি সংগঠনকে সম্মানজনক ট্যাংগ ফাউন্ডেশন পুরস্কার প্রদান করেছে তাইওয়ানভিত্তিক দি ট্যাংগ ফাউন্ডেশন।

'আইনের শাসন' ক্যাটাগরিতে এ পুরস্কার পাওয়া অন্য দুই সংগঠন হচ্ছে- লেবাননের প্রতিষ্ঠান 'দি লিগ্যাল এজেন্ডা' ও কলম্বিয়ার প্রতিষ্ঠান 'দি জাস্টিসিয়া'।

২০১২ সালে প্রবর্তিত এ পুরস্কার এবারই প্রথম পেল কোনো বাংলাদেশি সংগঠন। মোট ৪টি ক্যাটাগরিতে প্রদত্ত এ পুরস্কাররের মধ্যে 'আইনের শাসন' ক্যাটাগরির পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় রোববার। পুরস্কারপ্রাপ্তদের আগামী ২৫ সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা এবং মেডেল ছাড়াও ৩টি সংগঠনের মধ্যে পুরস্কারের আর্থিক মূল্য ১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তাছাড়াও পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলো গবেষণামূলক কাজ করার জন্য আরও অতিরিক্ত ০.৩৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাবে, যা তাদের মধ্যে সমানভাবে বণ্টণ করা হবে।

তাইওয়ানের বেসরকারি উদ্যোক্তা ড. স্যামুয়েল ইয়িন ২০১২ সালে এ পুরস্কার প্রবর্তন করেন। দি ট্যাংগ ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলো দুর্বল আইনের শাসনের সংকট কাটাতে ধারাবাহিকভাবে ও ঐকান্তিকতার সাথে কাজ করে যাচ্ছে। সংগঠনগুলো মানসম্মত গবেষণা, কৌশলগত জনস্বার্থমূলক মামলা পরিচালনা ও অন্যান্য জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে আইনের শাসন সমুন্নত রাখতে এবং আইনের উদ্দেশ্য প্রতিপালনে সরকারগুলোকে তাগিদা দিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমের ফলে আইনের শাসনের স্বপক্ষে জনমত তৈরি হচ্ছে এবং নাগরিকেরা এ বিষয়ে সচেতন ও উদ্যোগী হচ্ছে।

১৯৯২ সালে ড. মোহিউদ্দিন ফারূকের উদ্যোগে প্রতিষ্ঠিত তরুণ আইনবিদদের সংগঠন হিসেবে যাত্রা শুরু করা বেলা দেশে পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এর আগে কাজের স্বীকৃতি হিসেবে বেলা ২০০৩ সালে ইউনেপ-এর গ্লোবাল ৫০০ রোল অব অনার্স পুরস্কার, ২০০৭ সালে সরকার কর্তৃক পরিবেশ পুরস্কার, ২০০৯ সালে এম সলিমুল্লাহ মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কার পেয়েছে। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০০৯ সালে গোল্ডম্যান এনভায়রনমেন্ট পুরস্কার এবং ২০১২ সালে র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পান। সংবাদ বিজ্ঞপ্তি