- বাংলাদেশ
- সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি
সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

অ্যাডভোকেট সাহারা খাতুন- ফাইল ছবি
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
রোববার সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান সমকালকে জানান, সকালে তারা সাহারা খাতুনকে দেখে এসেছেন। তার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি যেসব সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার বেশিরভাগই ভালোর দিকে। তবে যেহেতু ৭২ ঘণ্টার অবজারবেশনে আছেন তিনি, সুতরাং এখনও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যায় না তাকে।
তিনি জানান, চিকিৎসকরা বলেছেন, তার অক্সিজেন প্রেসার ইমপ্রুভ করেছে। এই আবস্থা বজায় থাকলে দু-এক দিনের মধ্যে বেডে স্থানান্তর করা যাবে।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে তার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।
অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
মন্তব্য করুন