- বাংলাদেশ
- বেবিচকে করোনায় আক্রান্ত ১৩, মৃত্যু ২ জনের
বেবিচকে করোনায় আক্রান্ত ১৩, মৃত্যু ২ জনের

প্রতীকী ছবি
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রায় এক ডজনের বেশি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ জন মারা গেছেন। তারা হলেন, উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও কর্মচারী জাকির হোসেন। রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বর্তমান করোনায় আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন, উপ-পরিচালক (অডিট) সৈয়দা শাহীন আক্তার, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, নিরাপত্তা সুপার ভাইজার হেলাল উদ্দিন, উচ্চমান সহকারী মোছা. হাবিবা আফ্রোজ, স্টেনো টাইপিষ্ট নয়ন মিয়া, সোলায়মান হেকীম ও মো. মাকসুদুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর। দেশে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ১৬ জুন আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচললের ওপর ফের অনুমতি দেয় বেবিচক কর্তৃপক্ষ। এর আগে বেবিচকের অনুমতিক্রমে ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ আকাশ রুটে সিমিতি পরিসরে ফ্লাইট পরিচালনা করছে সরকারি-বেসরকারি ৩টি বিমান সংস্থা। এ বিমানবন্দর ও সদর ঘীরে গোয়েন্দাসহ সরকারি-বেসরকারি প্রায় ৩০টি সংস্থার জনবল কাজ করে। এ ছাড়া প্রতিদিন এ বিমানবন্দর দিয়ে দেশ-বিদেশে যাতায়াত করেন শতশত দেশি-বিদেশি যাত্রী। বিমানবন্দর যাত্রী সেবা এবং সদর দায়িত্ব পালনে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয় কর্মীদের। তবে স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালনেও তারা আক্রান্ত হন বলে সংশ্লিষ্টরা জানান।
এ ব্যপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সমকালকে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমসানবন্দর ও বেবিচকের সদর দপ্তর এলাকায় কর্মরত বেবিচকের ১১ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আকান্ত হন। এরই মধ্যে নমুনা পরীক্ষায় তারে দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, বেবিচকের এক উপসহকারী প্রকৌশলীসহ ২ জন। তিনি বলেন, বর্তমানে আকান্ত কর্মকর্তা-কর্মচারীরা বাসায় ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মন্তব্য করুন