- বাংলাদেশ
- হজে যাওয়ার সুযোগ বন্ধে সৌদির দুঃখ প্রকাশ
হজে যাওয়ার সুযোগ বন্ধে সৌদির দুঃখ প্রকাশ
টাকা ফেরত পাবেন নিবন্ধনকারীরা

করোনাভাইরাস মহামারির কারণে এ বছর বিদেশ থেকে হজে যাওয়ার সুযোগ বন্ধ রাখায় দুঃখ প্রকাশ করেছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, করোনার বিস্তার রোধে এ বছর এক হাজারেরও কম মানুষের অংশগ্রহণে হজ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সৌদি মন্ত্রীর বরাতে জানানো হয়েছে, দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ থেকে কোনো হজযাত্রী এবার সৌদি আরব যেতে পারবেন না। এ কারণে সৌদি সরকার দুঃখিত।
এদিকে ধর্ম সচিব মো. নুরুল ইসলাম জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ সোমবার রাতে টেলিফোনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। জানানো হয়, স্বাস্থ্যঝুঁকি থাকায় এ বছর বাংলাদেশ তথা বাইরের কোনো দেশ থেকে কোনো হজযাত্রী নিতে পারছেন না। এজন্য বাংলাদেশের সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে ও ধর্মপ্রাণ নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সৌদি আরব।
প্রতিবছর প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার পরিকল্পনা ছিল। এরই মধ্যে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে নিবন্ধন করেছেন।
ধর্ম সচিব বলেন, নিবন্ধিত হজযাত্রীরা চাইলে তাদের টাকা ফেরত নিতে পারবেন। এ জন্য হয়রানির কোনো সুযোগ নেই। কেউ টাকা ফেরত না নিলে অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন। আজ বুধবার দুপুরে এ বিষয়ে সভা হবে। সভায় সিদ্ধান্ত আসবে কবে থেকে টাকা ফেরত দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে সৌদি মন্ত্রীর বরাতে জানানো হয়েছে, দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ থেকে কোনো হজযাত্রী এবার সৌদি আরব যেতে পারবেন না। এ কারণে সৌদি সরকার দুঃখিত।
এদিকে ধর্ম সচিব মো. নুরুল ইসলাম জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ সোমবার রাতে টেলিফোনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। জানানো হয়, স্বাস্থ্যঝুঁকি থাকায় এ বছর বাংলাদেশ তথা বাইরের কোনো দেশ থেকে কোনো হজযাত্রী নিতে পারছেন না। এজন্য বাংলাদেশের সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে ও ধর্মপ্রাণ নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সৌদি আরব।
প্রতিবছর প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার পরিকল্পনা ছিল। এরই মধ্যে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে নিবন্ধন করেছেন।
ধর্ম সচিব বলেন, নিবন্ধিত হজযাত্রীরা চাইলে তাদের টাকা ফেরত নিতে পারবেন। এ জন্য হয়রানির কোনো সুযোগ নেই। কেউ টাকা ফেরত না নিলে অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন। আজ বুধবার দুপুরে এ বিষয়ে সভা হবে। সভায় সিদ্ধান্ত আসবে কবে থেকে টাকা ফেরত দেওয়া হবে।
মন্তব্য করুন