- বাংলাদেশ
- চার্টার্ড ফ্লাইটে প্যারিস ফিরলেন ২৪৬ ফরাসি
চার্টার্ড ফ্লাইটে প্যারিস ফিরলেন ২৪৬ ফরাসি

ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ফ্রান্সের প্যারিস গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ২৪৬ ফরাসি।
বুধবার সকাল ১১টার দিকে তাদের বহনকারী এই ফ্লাইটটি প্যারিসের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এতথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশে বেড়াতে এসে করোনা ভাইরাসের কারণে এসব ফরাসি নাগরিক আটকা পড়েছিলেন। ঢাকার ফরাসি দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিমান বাংলাশে এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে তারা ফিরে গেছেন।
মন্তব্য করুন