সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ ছাড়াও বিভিন্নভাবে মারা যাওয়া ১শ’ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। এ ছাড়াও গত ৪৫ দিনে কর্মহীন, চাকরিচ্যুত এবং আটকে পড়াসহ অন্তত ৫ হাজার আমিরাত প্রবাসী চার্টার্ড ও বিশেষ ফ্লাইটযোগে দেশে ফিরেছেন।

আবুধাবি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মিজানুর রহমান জানান, বহিঃর্বিশ্বে স্বাভাবিকভাবে মারা যাওয়া প্রবাসীকে শেষবারের মত দেখার অপেক্ষায় থাকেন স্বজনরা। তাদের শেষ ইচ্ছা পূরণ করতে করোনাকালীন সময়েও দূতাবাসের সহায়তায় আমিরাত থেকে অন্তত ১শ’ প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে সক্ষম হয়েছে। মার্চের পর দেশটিতে বিভিন্ন মর্গে থাকা বাংলাদেশিদের মরদেহ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় কার্গো ফ্লাইটের মাধ্যমে দেশে পাঠানো হয়। দুবাই ও আবুধাবিতে দেশে পাঠানোর তালিকায় রয়েছে আরো অন্তত ২০ জনের লাশ।

তিনি আরো বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা। সবাইকে ধৈর্য্য ধরতে হবে। যে কোনো সহযোগিতার জন্য প্রবাসীরা বাংলাদেশ মিশনগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারবেন। দূতাবাস কর্মহীন, দুর্দশাগ্রস্থ বা চাকরি হারা প্রবাসীদের দেশে পাঠানো উদ্যোগ নিয়েছে। ২০টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে অন্তত ৫ হাজার প্রবাসী ইতোমধ্যে দেশে ফিরেছেন।