- বাংলাদেশ
- ভয়েস রেস্টে আছেন ডা.জাফরুল্লাহ চৌধুরী
ভয়েস রেস্টে আছেন ডা.জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে চিকিৎসকদের পরামর্শে ভয়েস রেস্টে আছেন। অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছাড়া কারও সঙ্গে তিনি আলাপ করছেন না।
সদ্য করোনাভাইরাস সংক্রমণ মুক্ত হওয়ার পর এখন তিনি সার্বিকভাবে ভাল আছেন। বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকার।
ডা. মুহিবুল্লাহ জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন অনেক ভালো আছেন। আগের চেয়ে উনার শারীরিক অবস্থাও বেশ ভাল। তবে গলার স্বর এখনও কথা বলার মতো পরিস্থিতিতে পৌঁছায়নি। এ কারণে তিনি চিকিৎসকের পরামর্শে ভয়েস রেস্টে আছন। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। টানা তিন সপ্তাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় পরীক্ষায় গত ১৩ জুন রাতে তিনি করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন বলে জানানো হয়।
এছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর পাশাপাশি তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হন। তবে তারা বর্তমানে স্স্থু রয়েছেন বলেও গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন