করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বিচারকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ফেরদৌস আহমেদ নামের এই বিচারক মারা যান। তিনি লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু।

ফৌরদৌস আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।