পুরান ঢাকার হক মার্কেটে যৌথভাবে ফেব্রিক্স ব্যবসা করেন জুয়েল ইসলাম মিঠু ও জাহিদুল ইসলাম রিপন। গত মঙ্গলবার মিঠু ব্যাংক থেকে তোলা ২৪ লাখ টাকা নিজের দোকানে রেখে নামাজ পড়তে যান। কিছুক্ষণ পর দোকানের কর্মচারী ইমরান তাকে ফোন করে জানান, রিপন তাকে চা আনতে পাঠিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়। তদন্তের এক পর্যায়ে চুরিতে জড়িত রিপন ও তার ভাগ্নে অহিদুর রহমান মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় আমিনুল ইসলাম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, কোতয়ালী জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাইফুল আলম মুজাহিদের নির্দেশনা অনুযায়ী টাকা চুরিতে জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দুই দিন ধরে বারবার স্থান পরিবর্তন করে আসামিরা। অবশেষে পুলিশ পৌঁছে যায় খুলনায়। সেখানে গিয়েও পুলিশের এই দলকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। আসামিরা টাকা নেওয়ার কথা অস্বীকার করে। তবে শেষ পর্যন্ত শুক্রবার কৌশলে তাদের স্বীকারোক্তি আদায় ও চোরাই টাকা উদ্ধার করা সম্ভব হয়।

ওসি জানান, ডিএমপির ইন্টিলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন (আইএডি) অভিযানে নিবিড়ভাবে সহায়তা করেছে। একইসঙ্গে খুলনার ফুলতলা থানা পুলিশের সহায়তা না পেলে অভিযান সফল করা যেত না।