শিক্ষার্থীদের বেতন অর্ধেক করার দাবিতে ২৩ জুন উত্তরার দিল্লি পাবলিক স্কুলের (ডিপিএস) অভিভাবকদের মানববন্ধন করা প্রসঙ্গে বৃহস্পতিবার সমকালে একটি বক্তব্য পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ মধু ওয়াল বলেন, 'এ সঙ্কটকালীন সময়ে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা অভিভাবকদের সুবিধায় ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই, আমরা টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে অভিভাবকদের সাথে যোগাযোগ করে জানিয়েছি যে, চলমান সাধারণ ছুটি শেষ হলে দুই সপ্তাহের মধ্যে তারা বকেয়া টিউশন ফি পরিশোধ করতে পারবেন। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোনো টিউশন ফি বাড়াবে না স্কুল কর্তৃপক্ষ।'

তিনি বলেন, 'বার্ষিক টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে চারটি কিস্তি থেকে বাড়িয়ে ১০টি কিস্তি করা হয়েছে (অতিরিক্ত চার্জ ছাড়া)। স্কুলের অন্যান্য সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে অভিভাবকদের জানানো হয়েছে যে, অনলাইন ক্লাস অব্যাহত থাকলে ক্লাস চলাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট দেয়ার ব্যবস্থা করা হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যে ডিপিএস এসটিএস স্কুলের অনলাইন ক্লাসের পরিচালনার খবরটি আলোচিত হয়েছে।' 

অধ্যক্ষ মধু ওয়াল আরও বলেন, 'এ সঙ্কটকালীন পরিস্থিতিতে, আমরা আমাদের  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক দেখভালের বিষয়গুলো নিশ্চিত করছি; যাদের নিজেদেরও পরিবার রয়েছে। তদুপরি, শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষা ব্যবস্থার সাথে স্কুল কোনরূপ আপস করছে না এবং জরুরী সরঞ্জামসমূহ যেমন অগ্নি-নির্বাপক ব্যবস্থা, জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পানির ট্যাংক ইত্যাদির নিয়মিত রক্ষণাবেক্ষণ করছে এবং একইসাথে সিটি কর্পোরেশন কর, সুরক্ষা ও পরিষ্কারের ব্যয়, গভীর পাম্প নবায়ন ফি, বীমা প্রিমিয়াম প্রদান ইত্যাদি দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। সর্বোচ্চ সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে স্কুলটি নিবিড় যোগাযোগ রাখছে।'