ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড  ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিন ব্যাপি 'ভার্চুয়াল এডমিশন ডে'। করোনাভাইরাসের এই দুর্যোগের বিষয়টি বিবেচনা করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটি আয়োজন করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকেরা ঘরে বসেই জানতে পারছেন ভর্তি সংক্রান্ত তথ্য।

আজ শনিবার থেকে আগামী সোমবার পযর্ন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত চলবে এই কার্যক্রম। ২০২০ সালের ফল সেমিস্টারে (জুলাই - ডিসেম্বর) ভর্তির সকল তথ্য জানানো হচ্ছে এই অনলাইন আয়োজনের মাধ্যমে।

তিন দিনের এই কার্যক্রমে যুক্ত থাকছেন দেশ বরেণ্য শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং কর্পোরেট মানবসম্পদ বিভাগের সাথে যুক্ত ব্যক্তিবর্গ। দেশের সার্বিক অবস্থা এবং শিক্ষাক্ষেত্রে এর প্রভাব নিয়ে কথা বলছেন বিশিষ্টজনরা।

এই আয়োজনে শনিবার আলোচক ছিলেন চট্টগামের বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. আবু তাহের, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ এবং স্ট্যান্ডার্ড গ্রূপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. রেজাউল করিম (রেজা)।

'ভার্চুয়াল এডমিশন ডে' চলাকালীন স্পট অ্যাডমিশনে থাকছে ভর্তি ফি-এর উপর ৮০ শতাংশ ছাড়। এছাড়া টিউশন ফি-এর উপর ১৪টি ক্যাটাগরিতে রয়েছে স্কলারশিপের সুযোগ।

উল্লেখ্য অনলাইন ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে কার্যকরভাবে চলছে। 'ভার্চুয়াল এডমিশন ডে'তে অংশগ্রহণ করতে রেজিট্রেশন লিংক - www.isu.ac.bd।সংবাদ বিজ্ঞপ্তি

বিষয় : ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

মন্তব্য করুন