- বাংলাদেশ
- শেষ হলো ভিন্ন আঙ্গিকে আয়োজিত 'ব্রিফকেসের' আরেকটি অধ্যায়
শেষ হলো ভিন্ন আঙ্গিকে আয়োজিত 'ব্রিফকেসের' আরেকটি অধ্যায়

প্রতিযোগিতায় বিজয়ীরা- সমকাল
বিজ্ঞাননির্ভর এ যুগে ব্যবসা নির্ভর পৃথিবী সর্বদা নিয়োজিত রয়েছে ব্যবসায়িক কলাকৌশল উন্নীতকরণে। উন্নতির ধারার সাথে তাল মিলিয়ে সম্ভাব্য সমস্যার সমাধান এবং নতুন স্ট্যাট্রেজি নিয়ে কাজ করার জন্য প্রয়োজন পরিশ্রমী ও উদ্যমী কর্মী। শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান বাড়ানোর চর্চা শিক্ষাজীবন থেকেই শুরু হয়। আর এ চর্চাকে আকর্ষণীয় করার জন্য ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাব দ্বিতীয়বার সফলভাবে আয়োজন করেছে ‘ব্রিফকেস ২.০-একটি আন্তঃইউনিভার্সিটি ৩৬০° বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন।’
তাদের এ সফল উদ্যোগের সহায়ক ছিলেন দেশের অন্যতম অনলাইন শপিং প্লাটফর্ম 'দারাজ বাংলাদেশ লিমিটেড’।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ নেই শিক্ষার চর্চা। সংকটপূর্ণ এ কালে গৃহবন্দী সম্ভাবনাময় শিক্ষার্থীদের মাথায় ঘুরতে থাকা চমৎকার ব্যবসায়িক সমস্যার সমাধানগুলো কাজে লাগানোর জন্য ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাব ‘ব্রিফকেস-২.০’ সম্পূর্ণ অন্য ধারায় অনলাইন-বেসড রাউন্ডের মাধ্যমে আয়োজন করেছেন। রেজিষ্ট্রেশনকৃত ৫১৫ টিম নিয়ে কম্পিটিশনটির প্রাথমিক রাউন্ড শুরু করে। বাছাইকৃত ৫০টি টিম প্রাথমিক কেস সলভিং রাউন্ড শেষ করে জায়গা করে নেয় সেমিফাইনাল রাউন্ডে। ৫ দিন ব্যাপি ‘দারাজ’ ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে ফাইনালের দিকে অগ্রসর হয় ১০টি টিম। ১০ জুলাই,২০২০ তারিখে সেরা নির্বাচিত ১০ টি টিমের মধ্যে কেসসলভিং ও ভিডিও প্রেসেন্টেশনের হাড্ডাহাড্ডি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
কঠোর লড়াইয়ের মধ্যে দিয়ে ব্রিফকেস ২.০ পায় তাদের চ্যাম্পিয়ন। তিনটি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম Kar-98 । দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে টিম Agun ও টিম Grey Matters । ফলাফল ঘোষণার পর চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ টিমের হাতে তুলে দেওয়া হয় যথাক্রমে ২৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার প্রাইজমানি।
এছাড়াও চমৎকার এই আয়োজনের ইয়ুথ কন্টেন্ট পার্টনার হিসাবে ছিল তরুণ, রেডিও পার্টনার রেডিও টুডে, কভারেজ পার্টনার জাগো এফএম, অনলাইন মিডিয়া পার্টনার সমকাল, ইংলিশ অনলাইন মিডিয়া পার্টনার ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং নলেজ পার্টনার হিসেবে ছিল আইসিই বিজনেস টাইমস। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন