- বাংলাদেশ
- করোনাকে মানিয়ে চলতে হবে: নৌপ্রতিমন্ত্রী
করোনাকে মানিয়ে চলতে হবে: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, করোনাকালে নৌপথ সচল রেখে নৌপরিবহন মন্ত্রণালয় লাইফলাইন হিসেবে কাজ করেছে। নৌপথ সচল লাখতে যা যা করণীয় সব কিছুই করা হবে। করোনাকে মানিয়ে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করতে এগিয়ে যেতে হবে।
সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সভায় সভাপতির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ঢাকায় অবস্থানরত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং ঢাকার বাইরের কর্মকর্তাদের সঙ্গে জুম এ্যাপসের মাধ্যমে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
সভায় জানানো হয়, নৌপথে ড্রেজিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যমান ড্রেজারগুলোর ড্রেজিংয়ের পরিমাণ, সময় ও স্থান মনিটরিং করতে ‘রিয়েল টাইম ড্রেজ মনিটরিং সিস্টেম’ চালু করবে। আগামী এক মাসের মধ্যে একটি ড্রেজার বেইজ স্টেশনসহ পাঁচটি ড্রেজারে এ সিস্টেমটি পুরোদমে চালু করা হবে। এর ফলে ড্রেজিংয়ের ক্ষেত্রে বিশেষ করে পানির নিচে কী করা হচ্ছে, কতটুকু ড্রেজিং হচ্ছে ইত্যাদি বিষয়গুলোর স্বচ্ছতা প্রকাশ পাবে। ঘণ্টা, দিন, প্রশস্থতা, গভীরতা ও এ্যালাইনমেন্ট অনুযায়ী ড্রেজিং হচ্ছে কি-না সেটাও সহজে জানা যাবে। ড্রেজারের বিলিং সিস্টেমও আরো সহজ হবে।
সভায় আরও বক্তব্য রাখেন নৌ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সংস্থা প্রধান ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা।
মন্তব্য করুন