- বাংলাদেশ
- গুলি অস্ত্রাগারে জমা না দিয়ে ট্রাংকে রাখা এএসআই কারাগারে
গুলি অস্ত্রাগারে জমা না দিয়ে ট্রাংকে রাখা এএসআই কারাগারে

ফাইল ছবি
দায়িত্ব পালনের পর নিজের কাছে থাকা গুলি অস্ত্রাগারে জমা না দিয়ে ট্রাংকে রেখে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার পুলিশের এএসআই আসাদুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসাদুজ্জামান বর্তমানে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে এএসআই হিসেবে কর্মরত।
জানা যায়, ২০১৩ সালে আসাদুজ্জামান মিরপুর পিওএম উত্তরে কর্মরত ছিলেন। ওই বছর মে মাসে হেফাজত ইসলামের তাণ্ডব চলাকালীন মতিঝিল এলাকায় দায়িত্ব পালন করেন তিনি। নিয়মানুসারে ডিউটি শেষে তার কাছে থাকা গুলি পিওএম অস্ত্রাগারে জমা দেওয়ার কথা থাকলেও, তা না দিয়ে ব্যক্তিগত ট্রাংকে কার্তুজগুলো রেখে দেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পদোন্নতি হলে তিনি তার ট্রাংক বোর্ডিংসহ আব্দুল গণি রোডের পিসিআরের ২ নম্বর ভবনের ষষ্ঠ তলায় স্থানান্তর করেন।
মন্তব্য করুন