- বাংলাদেশ
- চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে: স্বাস্থ্য সচিব
চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে: স্বাস্থ্য সচিব

প্রতীকী ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান বলেছেন, ‘কভিড-১৯ প্রতিরোধে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করা ভ্যাকসিন পরীক্ষামূলক ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে প্রথম পর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেওয়া হবে।’ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সচিব জানান, সিনোফার্ম নিজেদের তৈরি করা ভ্যাকসিন আবিষ্কারের পর তা বাংলাদেশে তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য আইসিডিডিআর,বি’র কাছে আবেদন করেছে। আবেদনপত্রটি আইসিডিডিআর,বি’র মাধ্যমে স্বাস্থ্য অধিদফতর হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছে। সেই আবেদন নিয়ে আইসিডিডিআর,বি প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, আইসিডিডিআর,বি প্রতিনিধি দলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচনা সম্পর্কে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান, খোঁজখবর নিয়ে জানা গেছে, সিনোফার্ম চীনের একটি বেসরকারি ওষুধ কোম্পানি। এই প্রতিষ্ঠানটির তৈরি ভ্যাকসিন এর আগে চীনে প্রথম ও দ্বিতীয় ধাপে নিরীক্ষা চালানো হয় এবং সেটি সফল ফলাফল দিয়েছে বলে জানানো হয়েছে। সবটা বিবেচনায় রেখে চীনা কোম্পানির তৈরি করা ভ্যাকসিনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে যদি তা সন্তোষজনক হয় তবে আমাদের দেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য আইসিডিডিআর,বি’র মাধ্যমে এ ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে।
স্বাস্থ্য সচিব আরও জানান, বিশেষজ্ঞদের মত হচ্ছে, এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল পেতেও কমপক্ষে ছয় মাস সময় লেগে যাবে। এরমধ্যে যদি বিশ্বের অন্য কোনও দেশে ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়, তবে সেটি পাওয়ার জন্যও যোগাযোগ রাখছে বাংলাদেশ।
মন্তব্য করুন