মালদ্বীপের রাজধানী মালে থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছে ১৪১ বাংলাদেশি।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাত্রীরা বিমানে ভ্রমণ করায় তাদের কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনায় মালদ্বীপে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিকরা। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালে থেকে ১৪১ জন বাংলাদেশি দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।