ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে গুজব ও অপপ্রচার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইঙ্গিত করে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। পুলিশসসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক গোয়েন্দা সংস্থা এসব ঘটনার ওপর নজর রাখছে।

সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ফেসবুকে গুজব ছড়ানো ও অপপ্রচারের অভিযোগে রাজধানীর শেরে-বাংলা কৃষি বিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান কিটনের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

জানা গেছে, খন্দকার আসাদুজ্জামান ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা। তিনি বেশ কিছুদিন ধরে ফেসবুক পোস্টে রাষ্ট্র, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা বিষয়ে অপপ্রচার চালিয়ে আসছেন।