করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার নমুনা পরীক্ষার পর বুধবার দুপুরে তার ফলাফল পজিটিভ আসে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) মঙ্গলবার পরিবেশমন্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। বুধবার ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হচ্ছেন।

মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সাংসদ মো. শাহাব উদ্দিন ২০১৯ সালের ৭ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।