- বাংলাদেশ
- বিচার বিভাগ সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আইনজীবীকে তলব
বিচার বিভাগ সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আইনজীবীকে তলব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে তলব করেছেন সর্বোচ্চ আদালত।
অবমাননাকর মন্তব্যের কারণে কেন তার বিরুদ্ধ আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, সে বিষয়ে আগামী ২০ আগস্ট ভার্চুয়াল আপিল বেঞ্চে যুক্ত হয়ে এই আইনজীবীকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বেঞ্চে বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের ফেসবুকে দেয়া অবমাননাকর মন্তব্যের বিষয়টি নজরে আনেন। এরপর আদালত অবমাননা প্রশ্নে রুল জারি করে আইনজীবীকে তলব আদেশ দেন আপিল বিভাগ।
ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের বলেছেন, তিনি ফেসবুকের একটি স্ট্যাটাসে প্রধান বিচারপতি সম্পর্কে ভুল করে একটি শব্দ ব্যবহার করেছিলেন। পরে স্ট্যাটাসটি তিনি মুছে দিয়েছেন। তিনি বলেন, আগামী ২০ আগস্ট আদালতে আমার ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইব।
মন্তব্য করুন