- বাংলাদেশ
- গোলাম সারওয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা সমকাল পরিবারের
গোলাম সারওয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা সমকাল পরিবারের

বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমকাল পরিবার। ছবি: সমকাল
সমকালের প্রয়াত সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সমকাল পরিবার। দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির নেতৃত্বে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমকাল পরিবারের সদস্যরা। তারা সেখানে ফাতেহা পাঠ ও মরহুম সম্পাদকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
এ সময় গোলাম সারওয়ারকে স্মরণ করে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, 'গোলাম সারওয়ার ছিলেন আমাদের আলোকবর্তিকা। সাংবাদিকতার বাতিঘর। বাতিঘরের বাতি কখনো নেভে না। তিনি আজীবন আমাদের সত্যনিষ্ঠ, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সাংবাদিকতার পথ দেখিয়ে যাবেন। তার দেখানো পথে তার প্রতিষ্ঠিত পত্রিকা সমকালকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি ও যাবো।'

এ সময় উপস্থিত ছিলেন সমকালের বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, বার্তা সম্পাদক (অনলাইন) গৌতম মণ্ডল, বিজনেস এডিটর জাকির হোসেন, সার্কুলেশন বিভাগের প্রধান হারুনুর রশীদ ও ডেপুটি ম্যানেজার (সার্কুলেশন) ছায়েদুর রহমান, হিসাব বিভাগের প্রধান ইমাম আফজাল খান, সম্পাদকীয় বিভাগের প্রধান শেখ রোকন, ফটোগ্রাফি বিভাগের প্রধান মাহবুব হোসেন খান নবীন, বিশেষ প্রতিনিধি আবু কাওসার, সাব্বির নেওয়াজ, সাহাদাত হোসেন পরশ, হকিকত জাহান হকি এবং স্টাফ রিপোর্টার রাজবংশী রায়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল হালিম।
এছাড়া রাজধানীর উত্তরায় গোলাম সারওয়ারের পরিবারের উদ্যোগে স্মরণ ও দোয়ার আয়োজন করা হয়। তার গ্রামের বাড়ি বানারীপাড়া ও স্বরুপকাঠিতেও ছিল তাকে স্মরণ করে নানা আয়োজন। বরিশালের বানারীপাড়ায় পারিবারিক উদ্যোগে এতিমখানায় কোরানখানি, দোয়া মোনাজাত ও দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বানারীপাড়া বন্দর কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজের পর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া স্বরূপকাঠি উপজেলায় স্থানীয় সাংবাদিকদের উদ্যেগে নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মরহুম গোলাম সারওয়ারের ভাতিজা গোলাম কিবরিয়া সৈকত, গোলাম মুক্তাদির শাওন, মহসীন আকন নান্টু, মেহেদী হাসান উজ্জল, মো. হারুন, সমকালের বানারীপাড়া ও স্বরূপকাঠি প্রতিনিধি মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
দেশে আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ, সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার ছিল তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
ইত্তেফাকে তিন দশক বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর গোলাম সারওয়ার সমকালের পাশাপাশি দৈনিক যুগান্তরও প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। গোলাম সারওয়ার বাংলাদেশে মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের সপক্ষে সোচ্চার ছিলেন আজীবন। সাংবাদিকতার বাতিঘরখ্যাত প্রতিষ্ঠানতুল্য এই ব্যক্তিত্ব ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। এরপর একটানা পাঁচ দশকের বেশি সময় তিনি এই পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তাচেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন।
করোনাভাইরাস মহামারির কারণে গোলাম সারওয়ারের এবারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'গোলাম সারওয়ার ফাউন্ডেশন', জাতীয় প্রস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান ও স্মরণসভা করা যায়নি।
মন্তব্য করুন