সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুর্গম জনপদ প্রতাপনগরে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে লেখক-শিল্পী সমাজ। শুক্রবার শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে তারা।
এ সময় উপস্থিত ছিলেন কবি শাহেদ কায়েস, কথাশিল্পী স্বকৃত নোমান, স্থানীয় সমাজ সংগঠক হুজাইফা আল-আমীন।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে প্রতাপনগর ও আশপাশের গ্রামের একদিকে খোলপেটুয়া নদী এবং অন্যদিকে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এই অঞ্চলের মানুষ এখনো পানিবন্দি অবস্থায় জীবন-যাপন করছেন।