- বাংলাদেশ
- সিনহা হত্যা মামলায় এপিবিএনের ৩ সদস্য গ্রেফতার
সিনহা হত্যা মামলায় এপিবিএনের ৩ সদস্য গ্রেফতার

ফাইল ছবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন-এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। এ তিনজন কক্সবাজার এপিবিএন-১৬ এর সদস্য।
সোমবার এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার র্যাব অফিসে ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের গ্রেফতার দেখানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার দিন এই তিনজন এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবারই তাদের আদালতে তোলা হবে। তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
কক্সবাজার এপিবিএন-১৬ এর পুলিশ সুপার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম সমকালকে বলেন, ব্যাটালিয়নের তিন সদস্যকে র্যাব গ্রেফতার করেছে। তবে এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এর বেশি কিছু বলা সম্ভব না।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন সিনহা। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি আর রামু থানায় একটি মামলা করে। এছাড়া সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ আগস্ট কক্সবাজারের হাকিম আদালতে এ ঘটনায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সিনহার বোনের মামলার আসামিরা হলেন-টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. মোস্তফা ও এসআই টুটুল। এদের মধ্যে আসামি মোস্তফা ও টুটুল পলাতক। বাকিদের গ্রেপ্তার করে র্যাব। এ ছাড়া পুলিশের করা মামলার তিন সাক্ষীকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় র্যাব।
মন্তব্য করুন