- বাংলাদেশ
- আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘তিনি (সাইদা খানম) তার কর্মের মাধ্যমে দেশের জনগণের অন্তরে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।’ খবর বাসসের
প্রধানমন্ত্রী সাইদা খানমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, তিনি সোমবার রাত তিনটার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মন্তব্য করুন