এবি ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদকের চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে কমিশনের চট্টগ্রাম-১ অফিসে মামলাটি করেন।

আসামিরা হলেন- ইনভেন্ট ক্লথিংস লিমিটেডের চেয়ারম্যান দিদারুল ইসলাম ও একই কোম্পানির পরিচালক মিসেস জেবুন্নেসা।

এজাহারে বলা হয়, আসামিরা রপ্তানি এলসির (ঋণপত্র) অবশিষ্ট স্টকলটের তৈরি পোশাক রপ্তানি না করে খোলাবাজারে বিক্রির মাধ্যমে ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ৭ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা আত্মসাৎ করেন, যা বর্তমানে সুদসহ ১১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ১১৮ টাকা হয়েছে। দুদক আইন অনুযায়ী সুদ-আসলের এই টাকা আত্মসাতের শামিল। ২০১৩ সালের ১৮ জুন থেকে ২০১৪ সালের ২০ মে পর্যন্ত সময়ে ওই পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।