- বাংলাদেশ
- সি আর দত্তের মরদেহ সোম-মঙ্গলবার দেশে আসছে
সি আর দত্তের মরদেহ সোম-মঙ্গলবার দেশে আসছে

চিত্ত রঞ্জন (সি আর) দত্ত বীরউত্তম -ফাইল ছবি
মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন (সি আর) দত্ত বীরউত্তমের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সোমবার অথবা মঙ্গলবার তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি চলছে।
শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, সি আর দত্তের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত সোমবার রাতে এবং কানাডা প্রবাসী মেজো মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রনি প্রান্টিস একই দিন সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছাবেন। সি আর দত্তের মরদেহ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে আনার চেষ্টা চলছে। তবে সেটা সম্ভব না হলে মরদেহ পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ রাইফেলসের-বিডিআর (বর্তমান বিজিবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীরউত্তম গত ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জাতীয় নাগরিক কমিটি গঠন: মুক্তিযোদ্ধা সি আর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। ১০০১ সদস্যবিশিষ্ট এই জাতীয় নাগরিক কমিটিতে সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তমকে আহ্বায়ক এবং সাংবাদিক বুদ্ধিজীবী শাহ্রিয়ার কবীরকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে নিউইয়র্ক প্রতিনিধি জানান, সি আর দত্ত স্মরণে শোকসভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত বুধবার জ্যাকসন হাইটসে এ সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রেজাউল বারি, মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
এ সময় প্রধান অতিথি বলেন, স্বাধীনতাযুদ্ধে সি আর দত্তের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
মন্তব্য করুন