সিঙ্গাপুর এয়ারলাইনস, টেমাসেক ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্বজুড়ে প্রয়োজনীয় স্থানগুলোতে বিমানের মাধ্যমে জরুরি চিকিৎসা সরঞ্জামদি এবং অন্যান্য স্বাস্থ্যসহায়ক মানবিক প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনে সহায়তা করছে। এর অংশ হিসেবে এসআইএ রোববার ঢাকায় দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করেছে।

এসকিউ ৪৪৬ ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, রাত ১০ টা ৪০ মিনিটে পৌঁছেছে। ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ২০ টনেরও বেশি পিপিই বহন করে এনেছে, যার মধ্যে রয়েছে সার্জিকাল গাউন, গগলস এবং নাসাল অক্সিজেন ক্যানুলা।

ডাব্লুএফপি এই মহামারিতে যারা সম্মুখ ভাগে কাজ করছে তাদের কাছে নিরবিচ্ছিন্নভাবে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেয়ার জন্য যাত্রীবাহী এবং কার্গো এয়ারলিংকের মাধ্যমে একটি নেটওয়ার্ক পরিচালনা করছে, যেটা এই কভিড-১৯ মোকাবিলায় সরবরাহখাতে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। মে মাস শুরু হওয়ার পর থেকে ডব্লিউএফপি এখন পর্যন্ত ১৫৯টি দেশে আটশর বেশি মানবিক ফ্লাইট পরিচালনা করেছে। সামনের সপ্তাহগুলোতে এরকম ১৮৮টি জাম্বো জেটপূর্ণ ফ্লাইট পরিচালনা করা হবে এরকম আশা করা হচ্ছে।

এই চুক্তির আওতায় এসআইএ, টেমাসেক ফাউন্ডেশন থেকে ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার অবদানের মাধ্যমে ফ্লাইটের ব্যয়-পুনরুদ্ধারের ভিত্তিতে কিছু বিশেষ চার্টার ফ্লাইট পরিচালনা করছে এবং তাদের নির্ধারিত ফ্লাইটে মালবাহী স্থান দিচ্ছে। 

সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্গো, চিন ইয়াও সেং বলেছেন, “এসআইএর পক্ষে এই কর্মসূচিতে ডব্লিউএফপি এবং টেমাসেক ফাউন্ডেশনের সাথে কাজ করা অত্যন্ত আনন্দের একটি বিষয়। এটি বিশ্বব্যাপী এয়ারফ্রেট সরবরাহকারী হিসাবে আমাদের দক্ষতাকে উন্নত করবে এবং আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করার মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জা্মাদি সরবরাহ করে কোভিড -১৯ দ্বারা সরাসরি আক্রান্ত মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সহায়তা করবে। 

এই কঠিন সময়ে, এসআইএ গ্রুপ কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে এগিয়ে এসেছে।এসআইএ গ্রুপ নিজের দেশ থেকে দূরে আটকে পড়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে একাধিক প্রত্যাবাসন বিমানের ব্যবস্থা করেছে। এসআইএ কার্গো চিকিৎসা ত্রাণ সরবরাহ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামগুলো যেখানে প্রয়োজন সেখানে স্থানান্তর করে চলেছে এবং কঠিন সময়ে প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য সর্বদা প্রস্তুত থাকছে। গ্রুপটি সিঙ্গাপুরেও মহামারী দ্বারা ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের জন্য খাবার এবং কম্বল সরবরাহে সহায়তা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি 

বিষয় : সিঙ্গাপুর এয়ারলাইন্স ডাব্লুএফপি

মন্তব্য করুন