- বাংলাদেশ
- ভরাট কাজে 'টপ সয়েল' ব্যবহার করবেন না: মতিয়া চৌধুরী
ভরাট কাজে 'টপ সয়েল' ব্যবহার করবেন না: মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী -ফাইল ছবি
বাঁধ নির্মাণসহ যে কোনো ভরাট কাজে 'টপ সয়েল' ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, নদীভাঙনে পাড় মেরামত ও বাঁধ তৈরিসহ ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে কৃষিজমির মাটি। এটা 'টপ সয়েল', যাকে উর্বর মাটি বলা হয়। এই মাটি অন্য কাজে ব্যবহার করলে ফসল বাড়বে কীভাবে? অনুরোধ করব, এই টপ সয়েল ব্যবহার বন্ধ করুন।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত 'বঙ্গবন্ধু ও টেকসই বন্যা ব্যবস্থাপনায় শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা : প্রেক্ষিত-২০২০' শীর্ষক সেমিনারে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, সরকার নদী নিয়ে নানা প্রকল্প হাতে নিয়েছে। নদীভাঙনের স্থায়ী সমস্যা সমাধানের জন্যও সরকার কাজ করছে। সব প্রকল্পের কাজ শেষ হলে আশা করি, বাঁধ ভাঙবে না।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আরিফুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী আবদুস সবুর। বক্তব্য দেন বুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক ডিন এম মনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ প্রমুখ।
মন্তব্য করুন