ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ছিনতাই মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

ছিনতাই মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৫:৫২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১৫:৫২

অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেন ও আবু সায়েমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম ফারাহা দিবা ছন্দা  মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি মোশারফ হোসেন ও আবদুল বাতেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ দিন গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবির ওয়ারী জোনাল টিমের এসআই রফিকুল ইসলাম আসামি দেলোয়ার ও সায়েমের জবানবন্দি রেকর্ড এবং মোশারফ ও বাতেনের সাত দিনের রিমান্ড চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

এর আগে ৮ অক্টোবর সকালে ব্যবসায়ী আবুল কালাম নগদ ৫৪ লাখ টাকা ব্যাগে নিয়ে মতিঝিলের জনতা ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। হেঁটে দোলাইরপাড় ইউনিকেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে তাঁর পথরোধ করে দু’জন। এরপর জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে আব্দুল্লাহপুর পার হয়ে রসুলপুর নামক স্থানে ফাঁকা রাস্তায় তাঁর কাছ থেকে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে রাজধানীর শ্যামপুর মডেল থানায় অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 


আরও পড়ুন