ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম অবসানে জাতিসংঘের আহ্বানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার এক টুইট বার্তায় রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের অধীনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রথম রায়। যেকোনো আইনের শাসন ব্যবস্থার জন্য সকল ব্যক্তির দায়বদ্ধতা জরুরি। নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম অবসানে জাতিসংঘের আহবানে যোগ দিন।’