- বাংলাদেশ
- থানায় পিটিয়ে হত্যা: ক্ষতিপূরণের টাকা জমা দিলেন দণ্ডপ্রাপ্ত জাহিদ
থানায় পিটিয়ে হত্যা: ক্ষতিপূরণের টাকা জমা দিলেন দণ্ডপ্রাপ্ত জাহিদ

জাহিদুর রহমান জাহিদ
রাজধানীর পল্লবী থানা হেফাজতে গাড়ী চালক ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি পল্লবী থানার বরখাস্ত এসআই জাহিদুর রহমান জাহিদের পক্ষে ক্ষতিপূরণের দুই লাখ টাকা জমা দিয়েছে তার পরিবার।
ওই মামলায় দণ্ডপ্রাপ্ত পুলিশের তিনজনকেই দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেন আদালত। গত ৯ সেপ্টেম্বর দেওয়া রায়ে বলা হয়, আপিল করতে হলে এই টাকা আগে জমা দিতে হবে।
আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার এসআই জাহিদের আইনজীবী ফারুক আহম্মদ মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে এ টাকা জমা দেন।
পরে আইনজীবী ফারুক আহম্মাদ বলেন, আমরা আদালতের নির্দেশে ক্ষতিপূরণের ২ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি। এখন যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
গত ৯ সেপ্টেম্বর পুলিশের সাবেক তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই তিন আসামির প্রত্যেকে ভুক্তভোগী পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
আগামী ১৪ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করে আপিল করতে হবে বলেও রায়ে বলা হয়।
২০১৩ সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে কোনো মামলায় দেশে এটাই প্রথম রায়।
মন্তব্য করুন