- বাংলাদেশ
- পেঁয়াজ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 'অনুতপ্ত'
সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী
পেঁয়াজ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 'অনুতপ্ত'

ফাইল ছবি
বাংলাদেশকে আগাম কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার ঘোষণায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তুরস্ক সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি শুনেছেন, বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত। কারণ তারাও জানতো না হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে একটা সমঝোতা ছিলো, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশকে জানাবে ভারত। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি জানতো না বলে জানিয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুনের বেশী বেড়ে যায়। এরপর গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের এই চিঠির জবাবে ভারত কী জানিয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুতপ্ত হওয়ার কথা জানান।
গত বছরের সেপ্টেম্বর মাসেও ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দেশের বাজারে পেঁয়াজের দাম কয়েকগুন বেড়েছিল। পরে কয়েক দফা আলোচনার পর প্রায় দুই মাস পর আবার পেঁয়াজ আসতে থাকে ভারত থেকে।
মন্তব্য করুন