- বাংলাদেশ
- ভিপি নূরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীকে ধর্ষণে সহায়তার মামলা
ভিপি নূরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীকে ধর্ষণে সহায়তার মামলা

নুরুল হক নূর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার মামলা করেছেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় এ মামলা করেন।
লালবাগ বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে- ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুনকে, যিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
এতে নুরকে করা হয়েছে তিন নম্বর আসামি। নুর এবং মামুন ছাড়া অন্য আসামিরা হলেন- নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।
ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তদন্ত করছি।
মন্তব্য করুন