দেশের সকল বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণের নতুন তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২' অনুসারে নীতিমালা প্রণয়নের সর্বশেষ খসড়া সম্পর্কে আগামী ৭ অক্টোবরের মধ্যে আদালতকে অবহিত করতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারীর আইনজীবী ড. বশির আহমেদ। এ সময় আদালত বলেন, নীতিমালা না থাকায় যা ইচ্ছা তাই করছে বেসরকারি হাসপাতালগুলো।

বুধবার শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে হাইকোর্টের নির্দেশে গঠিত ৩ সদস্যর কমিটির একজন সদস্য করোনায় আক্রান্ত বলে জানায়। এসময় রিটকারীর আইনজীবী মনিটরিং কমিটি গঠনের আদেশ চাইলে হাইকোর্ট আবেদন আকারে জমা দিতে নির্দেশ দেন।

পরে রিটকারীর আইনজীবী ড. বশির আহমেদ জানান, সারাদেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার নতুন মূল্য তালিকা ও নতুন মেডিকেল প্র্যাকটিস অর্ডিন্যান্স প্রণয়নের অগ্রগতি আগামী ৭ অক্টোবরের মধ্যে হাইকোর্টে লিখিতভাবে দাখিলের জন্যে সংশ্নিষ্ঠদের প্রতি নির্দেশ দেন।