কমিউনিস্ট নেতা হায়দার আনোয়ার খান জুনোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ৭৬ বছর বয়সী জুনোকে বৃহস্পতিবার ভোরে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার মেয়ে অনন্যা লাবণী।

সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে লাবণী লিখেছেন, ভোর ৪টার দিকে তার বাবার হঠাৎ কাশি শুরু হয় এবং ‘অক্সিজেন স্যাচুরেশন’ কমতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে দেন।

নিউমোনিয়ার মধ্যেই হার্ট আ্যটাক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর রাতে মুক্তিযোদ্ধা জুনোকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। লাবণী জানান, গত কয়েকদিন তার বাবার অবস্থা স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার ভোরে পরিস্থিতির অবনতি হয়।